পল্লী পশু চিকিৎসক কোর্স এর বিস্তারিত। SL Health Care & Medical Institute


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) মাননীয় প্রধানমন্ত্রীর কার্যলয় কর্তৃক অনুমোদিত।

এসএল হেলথ্ কেয়ার এন্ড মেডিকেল ইনস্টিটিউট 

(গভঃ রেজিঃ নং-১৩৪০২৩, এসটিপি-১৫৬৪ কোডঃ ৭৪০৫৭)

 স্থাপিতঃ-২০১০ইং

কর্মমূখী শিক্ষা গ্রহণ করুন, বেকারত্ব দুর করুণ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড -এর সার্বিক সহযোগিতায় বিগত-২০১০ সাল থেকে এসএল হেলথ্ কেয়ার এন্ড মেডিকেল ইনস্টিটিউট নামক প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা। আপনাদের সহযোগীতা পেলে প্রতিষ্ঠানের মাধ্যমে উন্নত বিশ্বের সাথে সমান তালে-তাল মিলিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে, অগ্রসরমান স্বাস্থ্য সেবা খাতে হাসপাতাল, ক্লিনিক, ফার্মাসিউটিক্যাল কোম্পানী, এনজিও ভুক্ত ক্লিনিক, হেল্থ কেয়ার প্রজেক্ট, স্বাস্থ্য সেবা প্রকল্প এবং বিভিন্ন সরকারী- বেসরকারী স্বাস্থ্য খাতে অগ্রাধিকার ভিত্তিতে চাকুরীর সুযোগ পেয়ে, অভিভাবকদের সিদ্ধান্তহীনতা হতে মুক্ত করে দেশ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


পল্লী পশু চিকিৎসক কোর্সঃ-পল্লী পশু চিকিৎসক কোর্স বলতে গবাদি পশু হাঁস-মুরগী পালন, মৎস্য চাষ,  কৃষি ও উহাদের প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণকে বুঝায়। 

পল্লী পশু চিকিৎসক কোর্স ভর্তি যোগ্যতা কি?

পল্লী পশু চিকিৎসা কোর্সে ভর্তির ক্ষেত্রে নিম্নোক্ত যোগ্যতা সমূহ থাকতে হবে?
  • যে কোন সাল ও গ্রুপ থেকে এসএসসি/সমমান পাশ
  • মানবিক/ বিজ্ঞান/ ব্যাবসা/ মাদ্রাসা বোর্ডের সকলেই ভর্তির যোগ্য বলে বিবেচিত হবেন।
  • আত্নকর্মসংস্থান তৈরির উদ্দেশ্যে প্রশিক্ষণ নেয়া যাবে।

✏️প্রাথমিক পশু চিকিৎসা কোর্সের সুবিধাঃ

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উক্ত কোর্স সম্পন্নকারী সাটিফিকেটধারীরা সরকারি ও বেসরকারি প্রত্যাশিত মজুরি (বেতনে) নিম্নের কর্মক্ষেত্রে চাকরির সুযোগ আছে। যেমন-সরকারি সেবায়, বিদেশে, এনজিওতে, প্রাণ ডেইরি হাব, প্রাণ ডেইরি লিঃ সহ অন্যান্য প্রাইভেট দুধ উৎপাদন ও প্রক্রিয়াকরণ কোম্পানিতে, পশু তত্ত্বাবধায়ন / প্রাণী যত্নকারী/ প্রাণী পালনকারী, ভেটেরিনারি সহকারী/ প্রাণীসম্পদ সহকারী, খামার সহকারী, খামার সুপারভাইজার, ভেটেরিনারী ল্যাবরেটরি সহকারী টেকনেশিয়ান, দুধ সংগ্রহ তত্ত্বাবধায়ন সহকারী/ প্রাণীসম্প্রসারণ সহকারী, কৃত্রিম প্রজনন সহকারী/ ইনসিমিনেটর, ফডার সুপারভাইজার/ প্রাণীসম্পদ পণ্য প্রচার সহকারী, মার্কেটিং সুপারভাইজার/ লাইভস্টক ফিড টেকনেশিয়ান/ ফিড সুপারভাইজার/ দুধ সমবায় এবং অন্যান্য প্রাণীসম্পদ উন্নয়ন সমিতিতে বেতনভুক্ত সচিব, স্ব-কর্মসংস্থান, গবাদি পশুর খামার মালিক, পশু খাদ্য উৎপাদনকারী, প্রাণীসম্পদ ফিড প্রস্তুতকারক, পশুসম্পদ পণ্যের ডিলার, খুচরা বিক্রেতা, কৃত্রিম ইনসেমিনেটর, বায়োগ্যাস প্লান্ট অপারেটর, ভেটেরিনারি প্রাথমিক চিকিৎসক, ভেটেরিনারি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের মালিক।

উপসংহার:

অত্র প্রতিষ্ঠান থেকে পাশ করা শিক্ষার্থীদের বিগত বছরগুলোতে (২০১০ সাল থেকে) বিভিন্ন স্বাস্থ্য সেক্টরে (সরকারি/বেসরকারি/এনজিও) চাকরি হয়েছে।

🛑বিঃদ্রঃ পরীক্ষা পদ্ধতি, পরিচালনা ও সার্টিফিকেট প্রদানঃ 

 বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। উক্ত সিলেবাস অনুযায়ী বোর্ড কর্তৃক নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোর্স সমাপ্তির পর বোর্ড কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হয়।

Post a Comment

0 Comments

Comments