কম্পিউটার কোর্স এর বিস্তারিত। SL Health Care & Medical Institute

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক অনুমোদিত।

এসএল হেল্থ কেয়ার এন্ড মেডিকেল ইনস্টিটিউট 

(গভঃ রেজিঃ নং-১৩৪০২৩, এসটিপি-১৫৬৪ কোডঃ ৭৪০৫৭)

 স্থাপিতঃ-২০১০ইং

কর্মমূখী শিক্ষা গ্রহণ করুন, বেকারত্ব দুর করুণ। দ্রুত সভ্যতা বিকাশের পাশাপাশি ব্যাপক হারে বেকারত্ব সমস্যাও বেড়ে চলেছে। আমাদের প্রিয় মাতৃভূমিকে বেকারত্ব থেকে মুক্তি, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য কম্পিউটার শিক্ষা কোর্স এর কোন বিকল্প নেই। বর্তমানে বিপ্লব ঘটেছে প্রযুক্তির। প্রযুক্তির এই বিপ্লবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে প্রযুক্তির পরিপূর্ণ জ্ঞানে নিজেকে সমৃদ্ধশীল করতে হবে। প্রযুক্তির এই যাত্রায় নিজেকে প্রযুক্তির জ্ঞানে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হওয়ার কোন বিকল্প নেই। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) অনুমোদিত এসএল হেলথ্ কেয়ার এন্ড মেডিকেল ইনস্টিটিউট  নামক প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা। আপনাদের সহযোগীতা পেলে এ প্রতিষ্ঠানের মাধ্যমে উন্নত বিশ্বের সাথে সমান তালে তাল মিলিয়ে দক্ষ জনশক্তিতে রুপান্তর করে অগ্রসরমান স্বাস্থ্য সেবা খাতে হাসপাতালক্লিনিকফার্মাসিউটিক্যাল কোম্পানীএনজি ভুক্ত ক্লিনিকহেল্থ কেয়ার প্রজেক্টস্বাস্থ্য সেবা প্রকল্প এবং বিভিন্ন সরকারীবেসরকারী স্বাস্থ্য খাতে অগ্রাধিকার ভিত্তিতে চাকুরীর সুযোগ পেয়েঅভিভাবকদের সিদ্ধান্তহীনতা হতে মুক্ত করে দেশ  জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে


আমাদের ফেসবুক পেইজ : SL Healthcare & Medical Institute


*ভর্তি চলিতেছে!* *চলিতেছে!* *চলিতেছে!*

*কম্পিউটার অফিস এপ্লিকেশন এবং কম্পিউটার অপারেশন কোর্সে  ভর্তি চলতেছে..!

সময় এসেছে আপনার ভবিষ্যত চিন্তা করার এবং আপনাকে সময় উপযোগী নিজেকে গড়ে তোলার ! "কম্পিউটার অফিস এপ্লিকেশন ও কম্পিউটার অপারেশন কোর্সে  হতে শুরু করে আরো অনেক কোর্স নিয়ে আমরা আপনার ক্যারিয়ার এবং শিক্ষার পথ স্থির করতে প্রস্তুত আছি।

আমাদের কম্পিউটার কোর্স সমূহ

  • কম্পিউটার অফিস এপ্লিকেশন (বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে ৩/৬মাস মেয়াদী)
  • কম্পিউটার অপারেশন (জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএমাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এর অধীনে ৩/৬মাস মেয়াদী)

 কম্পিউটার অপারেশন:- কম্পিউটার অপারেশন কোর্সটি এমন দক্ষতা এবং জ্ঞান প্রদান করে যা প্রশিক্ষনার্থীকে কার্যকরভাবে কম্পিউটার সিস্টেম এবং সফট্ওয়ার গুলি ব্যবহার করতে সক্ষম করে। প্রযুক্তির উপর অত্যধিক নির্ভরশীল বিশ্বে, কম্পিউটার পরিচালনার মৌলিক বিষয়গুলি বোঝা বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের পূর্বশর্ত। এই কোর্সগুলি মূল বিষয়গুলি কভার করে যেমন মৌলিক সফট্ওয়ার ব্যবহার, ফাইল পরিচালনা এবং সমস্যা সমাধান। ব্যবসা, শিক্ষা এবং দৈনন্দিন জীবন ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ক্রমবর্ধমানভাবে জড়িত হয়ে পড়ায়, কম্পিউটার অপারেশন কোর্স ক্যারিয়ারের মাইল ফলক হিসাবে কাজ করে, ব্যক্তি এবং ডিজিটাল সরঞ্জামগুলির মধ্যে ব্যবধান দূর করে। যা দ্বারা আপনি চাকরির জন্য গুরুত্বপূর্ণ ফাইল ও ডকুমেন্ট তৈরি করতে পারবেন এবং অনলাইনে সবকিছুর জন্য আবেদন করতে পারবেন ও বাংলা, ইংরেজি,  টাইপিং করতে পারবেন ।

কম্পিউটার  অপারেশন কোর্স সিলেবাসে যা যা থাকে

  • Microsoft Word 
  • Microsoft Excel  
  • Microsoft PowerPoint
  • Microsoft Access
  • Basic Photoshop
  • Basic Illustrator
  • Internet Browsing
  • Basic Hardware
  • কম্পিউটার ফাইল -ফোল্ডার ম্যানেজমেন্ট ইত্যাদি 

পরবর্তী আরো নতুন কিছু কোর্স ও মডিউল যোগ করা হবে।

ভর্তির যোগ্যতা

যে কোন সাল ও গ্রুপ থেকে এসএসসি/সমমান পাশ ।

প্রয়োজনীয় কাগজপত্র 

  • পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি,
  • স.এস.সি মূল মার্কশিট ্এর ফটোকপি
  • এস.এস.সি প্রশংসাপত্রের ফটোকপি

উপসংহার:

অত্র প্রতিষ্ঠান থেকে পাশ করা শিক্ষার্থীদের বিগত বছরগুলোতে (২০১০ সাল থেকে) বিভিন্ন  সেক্টরে (সরকারি/বেসরকারি/এনজিও) চাকরি হয়েছে।

🛑বিঃদ্রঃ পরীক্ষা পদ্ধতি, পরিচালনা ও সার্টিফিকেট প্রদানঃ 

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএমাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। উক্ত সিলেবাস অনুযায়ী বোর্ড কর্তৃক নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোর্স সমাপ্তির পর বোর্ড কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হয়।


Post a Comment

0 Comments

Comments