কমিউনিটি প্যারামেডিক কোর্সের বিস্তারিত SL Health Care & Medical Institute

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএমাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক অনুমোদিত।

এসএল হেল্থ কেয়ার এন্ড মেডিকেল ইনস্টিটিউট 

(গভঃ রেজিঃ নং-১৩৪০২৩এসটিপি-১৫৬৪ কোডঃ ৭৪০৫৭)

 স্থাপিতঃ-২০১০ইং

 কর্মমূখী শিক্ষা গ্রহণ করুনবেকারত্ব দুর করুণ। দ্রুত সভ্যতা বিকাশের পাশাপাশি ব্যাপক হারে বেকারত্ব সমস্যাও বেড়ে চলেছে। আমাদের প্রিয় মাতৃভূমিকে বেকারত্ব থেকে মুক্তিঅপচিকিৎসা নির্মূলঅপুষ্টি প্রতিরোধমা  শিশুর যত্ননিরাপদ প্রসবসু-চিকিৎসা কার্যক্রম প্রসারের লক্ষ্যেবাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত সবার জন্য স্বাস্থ্য  স্লোগান বাস্তবায়নের উদ্দেশ্যকে সামনে রেখে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারেরবাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিলবাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএমাননীয় প্রধানমন্ত্রীর কার্যলয় -এর সার্বিক সহযোগিতায় বিগত-২০১০ সাল থেকে এসএল হেলথ কেয়ার এন্ড মেডিকেল ইনস্টিটিউট নামক প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা। আপনাদের সহযোগীতা পেলে  প্রতিষ্ঠানের মাধ্যমে উন্নত বিশ্বের সাথে সমান তালে-তাল মিলিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তর করেঅগ্রসরমান স্বাস্থ্য সেবা খাতে হাসপাতালক্লিনিকফার্মাসিউটিক্যাল কোম্পানীএনজিও ভুক্ত ক্লিনিকহেলথ্ কেয়ার প্রজেক্টস্বাস্থ্য সেবা প্রকল্প এবং বিভিন্ন সরকারীবেসরকারী স্বাস্থ্য খাতে অগ্রাধিকার ভিত্তিতে চাকুরীর সুযোগ পেয়েঅভিভাবকদের সিদ্ধান্তহীনতা হতে মুক্ত করে দেশ  জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


কমিউনিটি প্যারামেডিক

বাংলাদেশ সরকার কমিউনিটি প্যারামেডিকের জন্য প্রণীত নীতিমালার উপর ভিত্তি করে কমিউনিটি প্যারামেডিক মৌলিক কারিকুলাম প্রনয়নের উদ্যোগ গ্রহন করেন। এই উদ্যোগের অংশ হিসাবে স্বাস্থ্য পরিবার কল্যান মন্ত্রনালয়ের অধিনে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট (নিপোর্ট) সরকারী ভাবে দীর্ঘ ২ বছর মেয়াদী কমিউনিটি প্যারামেডিক কোর্স চালু করেছেন।বর্তমানে কমিউনিটি প্যারামেডিক কোর্সটি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর নিয়ন্ত্রণ করে থাকেন।

কমিউনিটি প্যারামেডিক কোর্সের মডিউল ও শিক্ষনীয় পাঠ 

১। মৌলিক বিষয় সমুহ: এনাটমি ও ফিজিওলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথলজি, বায়োকেমিস্ট্রি।

২। আচরণ পরিবর্তনে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি

৩। পরিবার পরিকল্পনা ও জেন্ডার বিষয়ক শিক্ষা

৪। ক্লিনিক ব্যবস্থাপনা এবং দক্ষতা অর্জন ও চেকলিস্ট

৫। নিরাপদ মাতৃত্ব ও মিডওয়াইফারি

৬। প্রজনন স্বাস্থ্য

৭। সংক্রামক ও নব-আভির্ভুত রোগ সমূহ এবং অসংক্রামক রোগসমূহ

৮। সীমিত নিরাময়মূলক সেবা

৯। শিশু স্বাস্থ্য

১০। স্বাস্থ্য খাতে উদ্যোক্তা সৃষ্টি

১১। ইংরেজি

ভর্তির যোগ্যতা

যে কোন সাল ও গ্রুপ থেকে এসএসসি/সমমান পাশ (ন্যূনতম জিপিএ-২.৫০)

প্রয়োজনীয় কাগজপত্র 

  • এস এস সি বা সমমানের পরীক্ষায় পাশের সনদ, মার্কশীট, প্রশংসা পত্র, জাতীয়তা সনদ, জন্মনিবন্ধন ও সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।

একজন কমিউনিটি প্যারামেডিক কোথায় কাজ করেন

একজন কমিউনিটি প্যারামেডিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ কমিউনিটি ক্লিনিকে কাজ করেন। জেলা সিভিল সার্জন এর কার্যালয়ের অধীনে এবং জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীনে তারা অস্থায়ীভাবে কমিউনিটি ক্লিনিকে কাজ করে থাকেন। কমিউনিটি প্যারামেডিকরা সাধারণত ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, নগর স্বাস্থ্য কেন্দ্র, মাতৃ ও শিশু কল্যাণ হাসপাতালে কাজ করে থাকেন। এছাড়া গ্রামে এনজিওগুলোর চিকিৎসা কেন্দ্রেও কমিউনিটি প্যারামেডিকরা কাজ করে থাকেন।

 সাধারণত একজন কমিউনিটি প্যারামেডিক নিম্মোক্ত পদে কাজ করে থাকেন।

  • সহকারী নার্স
  • জুনিয়র নার্স
  • জুনিয়র মিডওয়াইফারি
  • নার্স এটেনডেন্স
  • প্যারামেডিক
  • কমিউনিটি প্যারামেডিক

একজন কমিউনিটি প্যারামেডিক  কী ধরনের কাজ করেন

  • কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা সাধারণত ঠান্ডা, জ্বর, ডায়রিয়ার মত সাধারণ অসুখের জন্য ঔষধ দিয়ে থাকেন।
  • রোগীর অবস্থা বেগতিক বুঝলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা জেলা সদর হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করেন । অনেক কমিউনিটি ক্লিনিকে নবজাতকের স্বাভাবিক প্রসবের ব্যবস্থা করা হচ্ছে এবং মহিলা কমিউনিটি হেলথ্  কেয়ার প্রোভাইডারদের এর উপরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
  • টিকা দান, পরিবার পরিকল্পনা, জন্ম নিয়ন্ত্রণ, মা ও শিশুর ও সেবা দিয়ে থাকে।
  • স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ ও সেবা দিয়ে থাকেন কমিউনিটি প্যারামেডিক কর্মীরা।
  • কমিউনিটি প্যারামেডিকরা ঔষধ দেওয়ার পাশাপাশি কাটা-ছেঁড়া কিংবা কোথাও ভেঙ্গে গেলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেন।

👩‍⚕️👨‍⚕️কমিউনিটি প্যারামেডিক কোর্সের সুবিধাঃ বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের উক্ত কোর্স সম্পন্নকারী সাটিফিকেটধারীরা প্রত্যাশিত মজুরি (বেতনে) নিম্নের কর্মক্ষেত্রে চাকরির সুযোগ আছে। যেমন-

✅সরকারী কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সহকারী, কমিউনিটি হেলথ্ ওয়ার্কার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে FWA, FWV পদে সরকারী চাকরী নিয়োগের প্রস্তাবনায় রয়েছে কমিউনিটি প্যারামেডিক।

✅আর্ন্তজাতিক/দেশী এনজিও (সূর্যের হাঁসি, মেরী স্টোপস, মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র, শক্তি ফাউন্ডেশন ইত্যাদি) তে প্যারামেডিক হিসেবে চাকরীর সুযোগ।

 বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে প্যারামেডিক হিসেবে চাকরীর সুযোগ।

 কমিউনিটি প্যারামেডিক হিসেবে চেম্বার করার সুযোগ। 

✅তাছাড়া স্বাস্থ্য সেবা খাতে ফার্মেসী, ফার্মাসিউটিক্যাল কোম্পানী, হেলথ্ কেয়ার প্রজেক্ট, স্বাস্থ্য সেবা প্রকল্প এবং বিভিন্ন সরকারী-বেসরকারী স্বাস্থ্য খাতে অগ্রাধিকার ভিত্তিতে চাকুরীর সুযোগ পাবে।

🔰পরীক্ষার পদ্ধতি, পরিচালনা ও সার্টিফিকেট প্রদানঃ🔰

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। উক্ত সিলেবাস অনুযায়ী বোর্ড কর্তৃক নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোর্স সমাপ্তির পর বোর্ড কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হয়।

উপসংহার

অত্র প্রতিষ্ঠান থেকে পাশ করা শিক্ষার্থীদের বিগত বছরগুলোতে (২০১০ সাল থেকে) বিভিন্ন স্বাস্থ্য সেক্টরে (সরকারি/বেসরকারি/এনজিও) চাকরি হয়েছে।


Post a Comment

0 Comments

Comments